ব্রেকিং নিউজ
বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫

অপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুর - পাঠ পরিচিতি - লেখক পরিচিতি

অপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুর - পাঠ পরিচিতি - লেখক পরিচিতি


#বাংলা_১ম_পত্র
#অপরিচিতা
#For_All_Unit

আজকে তোমাদের জন্য নিয়ে এলাম "অপরিচিতা"। সবাই ভালভাবে পড়ে নিও।


🔴লেখক পরিচিতিঃ

নাম- রবীন্দ্রনাথা ঠাকুর।
উপাধি- বিশ্বকবি, ১ম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী।
জীবনকাল- (৭ই মে ১৮৬১- ৭ই আগস্ট ১৯৪১)
                  (২৫ এ বৈশাখ ১২৬৮- ২২এ শ্রাবণ ১৩৪৮)
জন্মস্থান- কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার।
মৃত্যুস্থান- জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি
সাহিত্যজীবনঃ
পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে থাকা কালই তার ছোটগল্প রচনার স্বর্ণযুগ এবং 'সোনার তরী' কাব্যের কবিতাগুলোও তিনি সেখানেই লিখেন।
প্রথম গল্প- ভিখারিনী (১৬ বছর বয়সে)
শেষ গল্প- মুসলমানীর গল্প।
গল্পগ্রন্থ- সে, গল্পসল্প, লিপিকা, গল্পগুচ্ছ (৯৫ টি গল্প রয়েছে এই গ্রন্থে)
উপন্যাস- (গোরা) ও (চতুরঙ্গ) এই কোয়ারেন্টাইনে সামাজিক (যোগাযোগ) বন্ধ রেখে (ঘরে- বাইরে) বসে (চোখের বালি) ও (শেষের কবিতা) উপন্যাস পড়ে।
নাটক- (অচলায়তন) এর কাছে চিঠি পাঠাতে (রাজা) (মুক্তধারা) ও (রক্তকরবী) কে (ডাকঘর) এ পাঠালো।


🔴গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নঃ

✒অনুপমের বর্তমান বয়স ২৭ এবং বিয়ের সময় বয়স ছিল ২৩
✒অনুপমের সুন্দর চেহারা কে পণ্ডিতমশায় তুলনা করতেন– শিমুল ফুল ও মাকাল ফল(ব্যাঙ্গাত্মক/ বিদ্রুপ অর্থে) 
✒অনুপমের বাবার পেশা ছিল– ওকালতি।
✒মৃত্যুর সময়ের হাঁফ ছাড়া ছিল অনুপমের বাবার একমাতে অবকাশ
✒অনুপমকে আজও– অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটির মতো লাগে।
✒অনুপমের আসল অভিভাবক তার মামা অনুপম থেকে ৬ বছরের বড়।
✒মামা কীসের মতো সমস্ত সংসার নিজের অন্তরে শুষিয়া লইয়াছেন?– ফল্গুর বালির মতো।
✒অনুপমের বন্ধু হরিশ কাজ করে– কানপুরে।
✒হরিশ- রসিক, আসর জমাতে অদ্বিতীয়। 
✒এককালে কল্যাণীদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।
✒কল্যাণীরা থাকে– পশ্চিমে (কানপুরে)
✒বিয়ের সময় কল্যাণীর বয়স– ১৫ ( এটা শুনে মামার মন ভার হয়েছিল)
✒কলকাতার বাইরের পৃথিবী মামার কাছে– আন্ডামান দ্বীপের অন্তর্গত।
✒মামা একবার বিশেষ কাজে কতটুকু গিয়েছিলেন?– কোন্নগর।
✒মামা কি পার হওয়া নিজের সংহিতায় নিষেধ করে দিতেন?– হাবড়ার পুল।
✒কন্যাকে আশীর্বাদ করতে পাঠানো হয়– বিনুদাদাকে (অনুপমের পিসতুতো ভাই) (রুচিশীল)
✒যেখানে আমরা বলি 'চমৎকার' সেখানে বিনুদা বলেন– চলনসই।
✒বিবাহ- উপলক্ষে কন্যাপক্ষকে কলকাতা আসতে হয়েছিল।
✒কল্যাণীর পিতার নাম– শম্ভুনাথ সেন। পেশা- ডাক্তারি। বয়স চল্লিশের এপার কি ওপার, চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করেছে মাত্র, সুপুরুষ বটে, বড়ই চুপচাপ।
✒আশ্চর্য পাকা লোক বলে মামা অনুপমের পরিবারের প্রধান গর্বের সামগ্রী।
✒কে বিবাহ আসরে হাত জোড় করে মাথা হেলিয়ে সবাইকে অভ্যর্থনা জানান?– শম্ভুনাথের উকিল বন্ধু।
✒বিবাহ আসরে মামা সেকরাকে সাথে নিয়ে যায়
✒কল্যাণীর গহনা গুলো কার আমলের?– শম্ভুনাথের পিতামহীদের।
✒সেকরা কীসে একটু চাপ দিলে বেঁকে যায়?– মোটা একখানা মকরমুখো বালা।
✒শম্ভুনাথ কোন গহনা মামাকে ফেরত নিতে বলেন?– এক জোড়া এয়ারিং যা দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করেছিল বরপক্ষ।
✒অনুপমের ছবি কল্যাণীর নিকট কোথায় লুকানো আছে বলে তার ধারণা?– বাক্সে।
✒আলোর নিচে কোন রঙের পর্দা টানা?– সবুজ
✒বড় স্টেশনের প্লাটফর্মে নেমে অনুপম দেখে– প্লাটফর্মে সাহেবদের আর্দালি- দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বের হয়েছেন।
✒কোন ক্লাসে গাড়ি থেকে মেয়েটি ডাক দেয়?– সেকেন্ড ক্লাস।
✒অনুপম স্টেশনে কী ফেলে আসে?– ক্যামেরা
✒ট্রেনে দেখা মেয়েটির কত বলে অনুপমের মনে হয়?– ষোলো কি সতেরো।
✒অনুপম কল্যাণীকে তুলনা করে– রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো।
✒কল্যাণীর সঙ্গে ছিল– দুটি- তিনটি ছোটো ছোটো মেয়ে।
✒কল্যাণী খাওয়ার জন্য কি নিল?– খানিকটা চানা- মুঠ।
✒দেশি রেলওয়ে কর্মচারীর সাথে কল্যাণী হিন্দিত্র কথা বলে।
✒ইংরেজ স্টেশন- মাস্টারের সাথে কথা বলে- ইংরেজি ভাষায়।
✒বিবাহ- ভাঙার পর হইতে কল্যাণী- মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে।
✒'অপরিচিতা' উত্তম জবানিতে লেখা গল্প।
বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম ✒অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা- সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত।


🔴গুরুত্বপূর্ণ অনুধাবন মূলক লাইনঃ 

✔"এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে।"– বয়স এবং গুণ উভয়দিক দিয়ে যে অনুপমের জীবন নিতান্ত তুচ্ছ তা বলে আত্মসমালোচনা করে অনুপম।
✔" আজও আমাকে দেখিলে মনে হইবে, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি"– ব্যঙ্গার্থে অনুপমকে দেবী দূর্গার কোলে থাকা দেব- সেনাপতি কার্তিকেয়ের সাথে তুলনা করা হয়েছে।
✔"ছেলে বেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া, বিদ্ররুপ করিবার সুযোগ পাইয়াছিলেন"– শিমুল ফুল ও মাকাল ফল যেমন বাইরে থেকে সুন্দর কিন্ত ভেতরে দুর্গন্ধযুক্ত তেমনি ব্যাঙ্গার্থে অনুপমের বাহ্যিক সৌন্দর্য ও আভ্যন্তরীণ অন্তঃসারশূন্যতাকে বোঝানে হয়েছে।
✔"ভালোমানুষ হওয়ার কোন ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালোমানুষ।"– কোন খারাপ অভ্যাস না থাকায় আবার নতুন করে ভালোমানুষ হওয়ার কোন প্রয়োজন নেই বলে অনুপম নিতান্ত ভালোমানুষ।
✔"আমার শরীর- মন বসন্তবাতাসে বকুলবনের নবপল্লবরাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া বুনিতে লাগিল"– মনের ইচ্ছা পূরণে যেমনটি খুশি হই তেমন আনন্দে আনন্দিতভওয়া বুঝানো হয়েছে।
✔"বর্বর কোলাহলের মত্ত হস্তী দ্বারা সংগীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া"– নিজের সারশূন্য বিকট কোলাহলপূর্ণ বিবাহ যাত্রাকে সংগীত সরস্বতীর পদ্মবন দলিত হওয়ার ঘটনার সাথে তুলনা করা হয়েছে।
✔"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।"– বিয়ের আসরে নববধূর গহনা সেকরা দ্বারা পরখ করে মামা নিজের নীচতা প্রকাশ করেছে এবং এই নীচ মানুষের ঘরে শম্ভুনাথ যে নিজের কন্যা দিতে পারবেন না তা বলেছেন।
✔"আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।"– মামার সেকরা দ্বারা গহনা পরখ করার মতো নীচ আচরণে শম্ভুনাথের আত্মসম্মানবোধ জাগে কন্যাদানে অস্বীকৃতি জানায়।
✔" কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি।"– শম্ভুনাথের নীর্ভিকতা ও আত্মসম্মানবোধ প্রকাশ পেয়েছে।
✔"এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল।"– সামান্যের জন্য অনুপমের বিয়ে হলো না এবং সে অপরিচিতার পরিচয় পাওয়া গেল না ভেবে অনুপমের আক্ষেপ প্রকাশ পেয়েছে।
✔"এই তো জায়গা পাইয়াছি"– কল্যাণীকে সাহায্য করে কল্যাণীর জীবনে সামানুটুকু হলেও জায়গা পেয়েছে বলে ধারণা করে অনুপম মনে মনে খুশি হয়।


🔴শব্দার্থঃ

অন্নপূর্ণা- অন্নে পরিপূর্ণ। দেবী দুর্গা।
গজানন- গজ (হাতি) আনন যার। গণেশ।
ফল্গু- ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। নদীটির ওপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত।
গণ্ডুষ- একমুখ বা এককোষ জল।
অন্তঃপুর- অন্দরমহল। ভেতরবাড়ি।
স্বয়ংবরা- যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।
গুড়গুড়ি- আলবোলা। ফরসি। দীর্ঘ নলযুক্ত হুকাবিশেষ।
উমেদারি- প্রার্থনা। চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেয়া।
মনু- বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনিবিশেষ।
মনু সংহিতা- মনু–প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ।
সেকরা- স্বর্ণকার।
অভিষিক্ত- অভিষেক হয়েছে এমন।
সওগাদ- উপঢৌকন।
রসনচৌকি- শানাই, ঢোল ও কাঁসি– এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্টপ ঐকতানবাদন।
অভ্র- এক ধরনের খনিজ ধাতু। Mica.
মহানির্বাণ- সবরকমের বন্ধন থেকে মুক্তি।
কলি- পুরাণে চার যুগের শেষ যুগ। কলিযুগ।
প্রদোষ- সন্ধ্যা। 
একচক্ষু লণ্ঠন- একদিকে খোলা তিনদিকে ঢাকা বিশেষ ধরনের বাতি, যা রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হয়।
মৃদঙ্গ- মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র।
ধুয়া- গানের যে অংশ দোহররা বারবার পরিবেশন করে।
মঞ্জরী- কিশলয়যুক্ত কচি ডাল।


🔴সংকলনঃ

১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায় প্রথম "অপরিচিতা" গল্পটি প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়। প্রথমে রবীন্দ্রগল্পের সংকলন 'গল্পসপ্তক'- এ পরে, 'গল্পগুচ্ছ' তৃতীয় খন্ডে (১৯২৭) সংকলিত হয়।


🔴মুলভাবঃ

সমাজে গেড়ে- বসা ঘৃণ্য যৌতুকপ্রথার বিরুদ্ধে নারী- পুরুষ উভয়ের সম্মিলিত প্রতিরোধ এবং পুরুষ হয়েও এক ব্যক্তিত্বহীন শিশুসুলভ যুবক অনুপমের জীবনের এক অঘটন 'অপরিচিতা' গল্পে স্থান পেয়েছে। সমাজে নারীর সম্মান ও যৌতুকপ্রথার বলিষ্ঠ প্রতিরোধ গল্পের গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি অনুপমের ব্যক্তিত্বহীনতা ও কল্যাণীর নারী শিক্ষার ব্রতের দ্বারা নারীর প্রতি সম্মানপ্রদর্শনের বিষয়টি উঠে এসেছে।

.

আজ এ পর্যন্তই। যারা 'বিড়াল' এবং 'বিভীষণের প্রতি মেঘনাদ' এর পোস্ট মিস করেছো অবশ্যই সেগুলো পড়ে নিবে পাশাপাশি এক্সামটাও দিবে।


লাইক, কমেন্ট, শেয়ার ও বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। সবার জন্য শুভকামনা♥


মোহাম্মদ আতিকুর রহমান
সিলসা এক্সিকিউটিভ 
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম