📍নতুনদের জন্য বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট :-
✍️মো:ফয়েজুর রহমান ফয়েজ স্যার
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
৪১ তম বিসিএস (প্রশাসন)
#বাংলা প্রিলি:
১। ৯ম -১০ম শ্রেণির ব্যাকরণ বই
২। অগ্রদূত/শীকর/জর্জ
৩। লাল নীল দীপাবলি
#ইংরেজি প্রিলি:
১। English for Competetive exams/Master
৩। A handbook on English Literature
#বাংলাদেশ_বিষয়াবলি প্রিলি:
১।৯ম- ১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২।সংবিধান (আরিফ খান )
৩।জর্জ এর বাংলাদেশ বিষয়াবলি/বেসিক ভিউ
৪। সম সাময়িক পত্র পত্রিকা (ডেইলি একটা পেপার এর প্রথম , শেষ, বানিজ্য ও আন্তর্জাতিক পাতায় চোখ বুলাইতে পারলে ভালো )
#আন্তর্জাতিক_বিষয়াবলি প্রিলি:
১।জর্জ এর আন্তর্জাতিক/বেসিক ভিউ
রিডিং দিতে পারেন - বিশ্ব রাজ*নীতির ১০০ বছর, দি ২। এনাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স
#বিজ্ঞান প্রিলি :
১।৯ম-১০ শ্রেণির বিজ্ঞান বই
২। জর্জ এর দৈনন্দিন বিজ্ঞান / Science Hour/ Self Suggestion
#ICT প্রিলি :
১।উচ্চমাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মুজিবুর রহমান।
২। Easy কম্পিউটার ও তথ্য প্রযুক্তি /self suggestion
#গণিত প্রিলি ও লিখিত :
১। ৯ম-১০ম শ্রেণির সাধারণ ও উচ্চতর গণিত ( সিলেবাস অনুযায়ী)
২।Khairul's Basic Math
#মেন্টাল_এবিলিটি:
১। বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর প্রিলি ও লিখিত প্রশ্ন সলভ
২। Khairul's Mental Ability
#ভূগোল
১। ৯ম -১০ম শ্রেণির ভূগোল
২। Mp3 /বেসিক ভিউ
#নৈতিকতা_সুশাসন
১। Mp3/বেসিক ভিউ
(যেকোন একটা ভালো জব সল্যুশন হতে বিগত সব প্রশ্ন সমাধান। বিশেষ করে ১০-৪৬ তম বিসিএস এর প্রশ্ন খুবই ভালো করে সমাধান ক*রতে হবে।)
সর্বোপরি প্রিসেপ্টরস ও এসিউরেন্স এর ডাইজেস্ট প্রিলির সব বিষয়ের জন্য ই ভালো।
🍁লিখিত পরীক্ষার জন্য বুকলিস্টঃ-
১। বাংলা: এসিওরেন্স বাংলা, শীকর বা অন্য যেকোনো প্রকাশনীর গ্রন্থ সমালোচনার একটি বই, ভাষা শিক্ষা, ইউনিক এর রচনা (এছাড়া বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশের পড়াগুলো রচনায় কাজে লাগবে)
২। ইংরেজি: এসিওরেন্স ইংলিশ, ওরাকল ভোকাবুলারি উইথ নিমোনিক, বেসিক গ্রামারের একটি বই থেকে ট্রান্সফরমেশন ও ওয়ার্ড ফরমেশন পড়বেন, Essay এর জন্য ইউনিক বা যেকোনো একটি বই, ট্রান্সলেশন এর জন্য মহিউদ্দীন স্যারের বই Translation for Competitive Exams.
৩। গণিত: মাধ্যমিক গণিত ও উচ্চতর গণিতের পুরোনো গাইড, আশরাফুলস ম্যাথ ককটেল কিংবা ম্যাথ আওয়ার
৪। বিজ্ঞান ও প্রযুক্তি: সায়েন্স আওয়ার বা সায়েন্স ককটেল
৫। বাংলাদেশ: ইউনিক বাংলাদেশ কিংবা এসিওরেন্স বাংলাদেশ, সামসময়িক সাপ্লিমেন্ট
৬। আন্তর্জাতিক: কনফিডেন্সের কনসেপচুয়াল ইস্যুজ, সামসময়িক সাপ্লিমেন্ট, ম্যানুয়াল আন্তর্জাতিক কিংবা ইউনিক আন্তর্জাতিক
রিসেন্ট তথ্যের জন্য প্রতিদিনের আন্তর্জাতিক কলাম পড়া
এছাড়াও যা যা পড়তে পারেন:
১। বিশ্বরাজনীতির ১০০ বছর
২। সংবিধানের ব্যাখ্যাসহ কোন একটি বই (আরিফ খান বা অন্য যে কারো)
৩। বেসিক ভিউ আন্তর্জাতিক থেকে রিসেন্ট অংশ ও প্রব্লেম সলভিং
৪। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৫। প্রতিমাসের কারেন্ট এফেয়ার্সের বিভিন্ন আর্টিকেল ও রচনা
৬। অর্থনৈতিক সমীক্ষার তথ্যগুলো
এছাড়াও তথ্যের জন্য-
১) পত্রিকার একটি এপ- বণিক বার্তা, ডেইলি স্টার ও বাংলা একটি পত্রিকা পড়ার অভ্যাস করবেন
২) ইউটিউব থেকে Firstpost, সরল কথক শাহিদিন, Al Jajeera এই চ্যানেলগুলো ফলো করবেন
ধন্যবাদ ও শুভকামনা
মোঃ মারুফুল আনাম রঙ্গন
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪৩তম বিসিএস