ব্রেকিং নিউজ
বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫

Bangladesh Bank AD (General) 40 Days Preparation Plan

 #BB_AD_PREPARATION

#Plan_For_Forty_Days

এই মূহুর্ত থেকে ৪০ দিনের প্লান

———অনান্য এক্সামের মতোই এই পরিক্ষার তিনটা ধাপ। প্রিলিমিনারি, রিটেন, ভাইভা। এখানে আজকে শুধু প্রিলিমিনারির সিলেবাস দেখে নিই।মোট ১০০ নাম্বারের এক্সাম হয়।

গণিত ও মানসিক দক্ষতা —-৩০

ইংরেজি ————————–২৫

বাংলা —————————–২০

সাধারণ জ্ঞান—————–১৫

কম্পিউটার ———————–১০

এই হচ্ছে মোট ১০০ মার্ক। ১০০ টা MCQ কোয়েশ্চন থাকবে। প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য ১ মার্ক পাবেন আর ভুল উত্তরের জন্য .২৫ করে নেগেটিভ মার্কিং করা হবে।

বিস্তারিত সিলেবাস :-গণিত ও মানসিক দক্ষতা :- বিগত বছরের প্রশ্ন গুলো এনালাইসিস করে দেখা গেলো নিচের টপিকস গুলো থেকে প্রিলিমিনারি তে সাধারণত প্রশ্ন আসে।

Mathematics:-

1. Percentage, Ratio & Fraction.2. Partnership, Profit & Loss, Interest.3. Time- Work- Distance, Age, Speed ( Car, Train, Boat & Streams).4. Algebra, Number System, Set and Venn Diagram.5. Pipe – Cistern, Average, Geometry

Analytical Ability :-1. Critical Reasoning2. Data Sufficiency3. Analytical Puzzle4. IQ ( Series, Day finding, Letter – Arranging)

——————–ইংরেজি :- ইংরেজি অংশে মূলত দুই ধরণের প্রশ্ন হয়। যথা :-1. Vocabulary Based2. Grammar Based

আবার Vocabulary তে দুই ধরণের প্রশ্ন হয় যথা :-— General Vocabulary— Contextual Vocabularyযে ধরণের প্রশ্নই হোক না কেন, মূলত নিচের কমন টাইপ কোয়েশ্চন গুলো হয়।Vocabulary Based Topics :-

1. Synonym & Antonym, One word Substitution, Replacing underlined word ..2. Analogy, Odd man out, Spelling, Sentence Completion

3. Group verb, Appropriate preposition, Idioms & Phrase.

Grammar Based Topics:-1. Error Finding.2. Sentence Correction.3. Correct Sentence Choice.4. Rearrange Sentence Parts.5. Grammar Based Fill in the blanks

—————–

বাংলা :-

১. সমার্থক শব্দ, বীপরিত শব্দ, এক কথায় প্রকাশ.২. শুদ্ধ ও শুদ্ধ বানান, বাগধারা, প্রবাদ প্রবচন.৩. বাংলার শব্দ ভান্ডার, ব্যাকরণ, আধুনিক যুগের কয়েকজন সাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম।

বিসিএস এর মতো সাহিত্যের অংশটুকু এখানে ততটুকু গুরুত্বপূর্ণ নয় । এক থেকে দুইটা প্রশ্ন আসে। যাদের বিসিএস এর প্রিপারেশন ভালো ছিলো বা আছে তারা এমনিতেই পারবেন । আর বাকী ৯০% প্রশ্ন আসে সাহিত্যবাদে অনান্য টপিকস গুলো থেকে।

————————

সাধারণ জ্ঞান :-এখানে দুই ধরনের প্রশ্ন হয়। এক ধরণের প্রশ্ন হয় সাম্প্রতিক বিষয় গুলো নিয়ে আরেক ধরণের প্রশ্ন হয় ফিক্সড বিষয় গুলোকে নিয়ে। এখানে নির্দিষ্ট করে সিলেবাসটা বলা মুশকিল। তারপরেও বিগর বছরের প্রশ্ন গুলো এনালাইসিস করলে দেখা যায় নিচের বিষয় গুল প্রাধান্য পাচ্ছে:-.১. সাম্প্রতিক:- সমসাময়িক রাজনীতি, নারীনীতি, সমাজনীতি, পরিবেশনীতি, নির্বাচন, খেলাধুলা, পুরস্কার।.২. বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা বিষয়ক তথ্য।.৩. বিভিন্ন দেশের অর্থনীতি বিষয়ক তথ্য — জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রা, জাতীয় ব্যাংকের নাম।.৪ জাতিসংঘ ও বিশ্বব্যাংক সহ এদের সমস্ত অঙ্গসংগঠন, বিভিন্ন অর্থনৈতিক ও ব্যবসায়ীক চুক্তি গুলো।.৫. বাংলাদেশ ( ১৯৪৭ – ১৯৭১)

—–

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি :-1. Computer & Internet Basic :-Generation Of computers, Types of Computer, Computer Memory, MS word, MS Excel, CPU..2. Bit & Byte, Operating System, Various File extension — Doc, dcox, PDF, Mpg etc..3. Keyboard Shortcut, Computer Abbreviation, Different Networking System — LAN, MAN, WAN etc..4. Programming Language, Software, Data Security, Antivirus, Social networking

———

করণীয় :-৪০ দিনের প্লান

প্রথম ৫ দিন :-

প্রতিদিন দুইটা করে বিগত বছরের AD এক্সামের প্রশ্ন গুলো শুরু ভালো করে সমাধান করুন । তাহলে পাঁচ দিনে মোট ১০ টা প্রশ্ন শেষ হবে। এতে আপনার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পাবেন, পাশাপাশি আপনার প্রশ্নের ভীতিটা অনেকটা কমে যাবে। আরিফুর রহমান Bangladesh Bank Recruitment Guide বা Professor’s Bangladesh Recruitment test বই দুইটা তে খুব সুন্দর করে ব্যাখ্যাসহ বিগত প্রায় ১৫ বছরের প্রশ্ন সমাধান করে দেয়া আছে। সেখান থেকে ধৈর্য সহকারে প্রতিদিন দুই করে প্রশ্ন শেষ করবেন, নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হোন।

মাঝের ২০ দিন :-

শুধুই পড়বেন গণিত আর ইংরেজী। সকালে পড়ুন গণিত আর রাতে পড়ুন ইংরেজী।সকালে ৪ ঘন্টা গণিতরাতে ৪ ঘন্টা ইংরেজী

গনিত:- গণিতের জন্য আপনি আরিফুর রহমানের ব্যাংক ম্যাথ বা সাইফুর রহমান এর সাইফুর্স ম্যাথ বই থেকে, উপরে প্রদত্ত সিলেবাসের সিরিয়াল অনু্যায়ী ম্যাথ পড়া শুরু করুন। উপরে ম্যাথের যে ৫ টা গ্রুপ আছে তার প্রত্যেক্টার জন্য দুই দিন করে বরাদ্ধ করুন। প্রতিদিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ম্যাথ করুন। মাঝে মাঝে ৩০ মিনিটের দুইটা বিরতি দিন। সিরিয়াল অনুযায়ী করবেন। একদিনেও মিস দেবেন না। ধীরে সুস্থে এগিয়ে যান। ধারাবাহিক ভাবে এই ২০ দিন প্র‍্যাক্টিস করুন। পরিবর্তন নিজেই দেখুন।

ইংরেজী :-রাতে ৪ ঘন্টার একটা রুটিন করুন। প্রথম দুই ঘন্টা পড়বেন Vocabulary Based অংশটুকু আর পরের দুই ঘন্টা পড়বেন Grammar Based অংশটুকু।

অপশন :- ১ ( যারা খুব পরিশ্রমী)Vocabulary Based পার্টটার জন্য প্রথমে আরিফুর রহমানের Bank Vocabulary বইটা থেকে ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সব গুলো ব্যাংকে আগত ভোকাবুলারি মুখস্থ করে ফেলুন। দেখবেন হয়তোবা অনেক গুলোই আপনি পারেন। এরপর Objective English Pearson এর বইটা থেকে Section Three and Section four অনুশীলনী সহ পড়ে নিন। ভাবতে পারেন এই গুলো শেষ করবো কিভাবে এই কয়েক দিনে?? আমি বলবো এই চিন্তা না করে শুরু করে দেখুন না, কি হয় কারণ অনেক গুলোই আপনার আগের পড়া আছেন। Grammar Based অংশের জন্য S M Zakir Hussain স্যারের Analytical English Grammar বইটা থেকে ” Basic Analytical Skill development “, “The Architecture of English Sentence ” এবং “English for Competitive Exams ” এই তিনটা অধ্যায় পড়ে নিতে পারেন। শুধু রিডিং পড়বেন মুখস্থ করার দরকার নাই। যদি আপনি পরিশ্রমী হন তাহলে এই গুলো সম্ভব।

অপশন :- ২আর যদি মনে করেন যে না আমি বই টই ঘাটাঘাটি করতে পারবো না, আরো শর্ট দরকার তাহলে, আমি আগে একদমেই পড়ি নাই, তাহলে আমি বলবো আপনি একটু ঝুকিতে আছেন। তারপরেও আপনাকে হতাশ করবো না। আমি বলবো JOB’s Publication এর Bank English বইটা কিনেন। বইটাতে উপরে উল্লিখিত সব গুলো বইয়ের একটু একটু নির্যাস আছে। পড়তে পারেন, খারাপ হবে না।

তাহলে এই ২০ দিন আপনি ম্যাথ আর ইংরেজি ছাড়া অন্য সব ভুলে যান।

এর পরের ৫ দিন :

সাইফুর্স এনালিটিক্যাল পাজল বা S M Zakir Hussain sir এর A systematic approach to critical reasoning and analytical ability বইটা দেখুন

এরপরের ৫ দিন:-

সকালে —— বাংলা

দুপুরে ———কম্পিউটার,

রাতে ———- সাধারণ জ্ঞান

যেহেতু ব্যাকরণ অংশে বেশী মার্ক থাকে তাই এটা জোড়দিন বেশী। নবম-দশম শ্রেনীর বই থেকে উপরে প্রদত্ত সিলেবাসে উল্লিখিত ক্রম অনুযায়ী রিভিশন শুরু করুন। হ্যা রিভিশন বললাম কারণ এই গুলো আপনার ইতিমধ্যে শেষ। আর আধুনিক যুগের কয়েকজন নামকরা সাহিত্যিক জীবনি, সাহিত্যকর্ম পড়ে নিন যেকোন একটা বই থেকে।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য জ্ঞানদ্বীপ পাবলিকেশনের ছোট একটা বই আছে ” ব্যাংকার্স রিক্রুটমেন্ট – কম্পিউটার তথ্যপ্রযুক্তি” বইটার দাম খুব বেশী না মনে হয়। ৪০ টাকার মতো হবে। কম সময়ের জন্য খুব কার্যকরী হবে। এছাড়া আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে উপরে প্রদত্ত সিলেবাসে উল্লিখিত ক্রম অনুযায়ী পড়ে নিয়েন।

সাধারণ জ্ঞান :- সাম্প্রতিক এর জন্য বিগত ৫ মাসের যেকোন মাসিক ম্যাগাজিন যেমন কারেন্ট এফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, বা তথ্য কণিকা সংগ্রহ করুন। আর যারা এইগুলো সংগ্রহ করতে পারবেন না তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে “Recent View (নাইম হোসেন) ” নামক একটা বই আছে সেটা পড়লেও চলবে।

.সবার শেষের ৫ দিন:Indiabix ওয়েব সাইট থেকে প্রতিদিন চারটা করে মডেল টেস্ট দেন নিজে নিজে। ঐখান থেকে অনেক প্রশ্ন হবুহু কমন পড়ে যায়। জানেন তো আমাদের কপি করার বড্ড প্রবণতা আছে।

এখানে বিভিন্ন লেখকের অনেক বইয়ের কথা লিখেছি। পড়ার পর নিশ্চয় বুঝতে পারতেছেন আপনার জন্য কোনটা দরকার, আর কোনটা দরকার না । আপনার জন্য যেটা দরকার সেটাই কিনুন। কিনে পড়াশুনা শুরু করুন। আর একটা কথা, বই কোথায় পাওয়া, বইয়ের দাম কত?? উত্তর হচ্ছে বই পাওয়া যাবে লাইব্রেরীতে, বইয়ের দাম বইয়ের লেখক জানেন আর বই বিক্রেতা আমি জানি না। আশা করি কমেন্ট বক্সে বা ইনবক্সে এই প্রশ্ন গুলো করবেন না। কারণ আমিতো কেবল একজন শুভাকাঙ্ক্ষী। আমি বই বিক্রেতা না।

বর্জনীয় :-

এন্টিবায়োটিক :-১. প্রিপারেশন নিয়ে বেশী হা-হুতাশ করবেন না। স্বাভাবিকভাবে প্রস্তুতি চালিয়ে যান। বাড়াবাড়িও করবেন না, ছাড়াছাড়িও করবেন না।.৩. এমনো হতে পারে যখন পড়তে বসবেন, এক দিকে পড়বেন আরেক দিকে ভুলবেন। কোন সমস্যা নাই। তারপরেও পড়ুন। এখন ভুলে যান সময় মতো পরিক্ষার হলে প্রশ্ন দেখা মাত্রই মনে হয়ে যাবে । মনে রাখবেন আজ থেকে এক সপ্তাহ আগে আপনি কি খাইছেন তা কিন্তু ভুলে গেছেন। কিন্তু তার নির্যাস আর শক্তিটুকু আপনার শরীরে এখনো রয়ে গেছে। যা আপনি প্রয়োজনের সময় কাজে লাগাইতেছেন। পড়ার বিষয়টাও অনেকটা এই রকম।ভুলে যান, সময় মতো মনে হবে।

২. হাতে যেহেতু সময় খুব কম তাই পরিক্ষার আগ পর্যন্ত সময়টা খুব সদ্ব্যবহার করুন। অনর্থক কাজ এবং অনর্থক কথা দুইটাই বাদ। সবার কাছে সাজেশন চেয়ে বেড়াবেন না। এই সময়টুকু নিজে নিজেকে সাজেশন দেন। ভার্চুয়াল জগতে আধাঘন্টার বেশী সময় দিয়েন না। প্রত্যেকেই নিজের ধর্মীয় মূল্যবোধের দিকে যত্নবান হোন। যার মুসলিম আছেন তারা নিজের আমলের দিকে বেশী মনযোগ দেন। বেশী করে নফল পড়ুন। আল্লাহর কাছে চান। রমজানের সময় চলছে দোয়া কবুল হবে।

সর্বশেষে আমার সকল ভবিষ্যৎ সহকর্মীদের জন্য শুভকামনা রইলো।আশা করি দেখা হবে।

————-লিখেছেন————♥Paradise’s Love♥(ছদ্মনাম)সহকারী পরিচালকবাংলাদেশ ব্যাংক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম