পানিপথ যুদ্ধ
পানিপথ যুদ্ধের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত জীবনী
পানিপথ বললে অনেকে কোন নদীর নাম বা পানি প্রবাহের রাস্তা মনে করেন। আসলে পানিপথ হল ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলার একটি শহর। এখানে ভারত উপমহাদেশের ইতিহাসে "পানিপথের যুদ্ধ" হিসেবে খ্যাত তিনটি অত্যন্ত গুরুত্তপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়।

ইবরাহিম লোদি
শাসক
ইবরাহিম লোদি ছিলেন লোদি রাজবংশের শেষ সুলতান। ১৫১৭ সালে তার পিতা সিকান্দার লোদির মৃত্যুর পর তিনি সুলতান হন। পানিপথের যুদ্ধে তার পরাজয় ও নিহত হওয়ার ফলে লোদি রাজবংশের সমাপ্তি ঘটে।
বাবর
মুগল সম্রাট
মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিত। ১৪৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন এবং ১৫৩০ সালের ২৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি তৈমুর লঙ্গের ৬ষ্ঠ বংশধর ছিলেন।

হেমু
প্রাক্তন ভারতের সম্রাট
হেমু বিক্রমাদিত্য ভারতের আফগান শাসক আদিল শাহ সুরির প্রধান মন্ত্রী আর মুখ্য সেনাপতি ছিলেন। তিনি ভারতীয় ইতিহাসের এমন এক সময়ে ছিলেন যখন মুঘল এবং আফগানরা উত্তর ভারত জুড়ে ক্ষমতার জন্য প্রতিযোগিতা করছিল। তিনি পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত উত্তর ভারত জুড়ে আফগান বিদ্রোহীদের সাথে লড়াই করেন এবং আগ্রা ও দিল্লিতে হুমায়ুন ও আকবরের মুঘল বাহিনী আদিল শাহের পক্ষে ২২টি যুদ্ধে জয়লাভ করেন।
আকবর
মুঘল সম্রাট
জালালউদ্দিন মুহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিষ্টাব্দ অব্দি রাজত্ব করেন। পৃথিবীর ইতিহাসে ইনি মহান শাসকদের অন্যতম হিসেবে মহামতি আকবর নামেও পরিচিত। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন।