সত্যি কথা বলতে আমি প্রিলির জন্য বাজারের প্রচলিত বই ই পড়েছি।
আপনারা যেগুলো পড়েন সেগুলো পড়েই টানা ৪ টা প্রিলি পাশ করেছি।
এবং শূন্য থেকে শুরু করে ৬/৭ মাসেই প্রিলির জন্য একটা স্ট্যান্ডার্ড বেসিক গড়ে তুলেছি।
বুকলিস্ট
👇
আমি যেভাবে নিজেকে পড়ায় ডুবিয়ে রাখতাম
১। ফজরের নামাজ / ভোরে উঠে পড়তাম। রাত ১১:৩০ মিনিটে পড়া শেষ করে ১২ টার আগেই ঘুমাতে যেতাম।
২। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এই কয়েকটা মাস কষ্ট করলে সারাজীবন সুখে কাটাবো। সব ঝেড়ে ফেলে পড়ায় মনযোগ দিলাম। কারণ আমি কখনো প্রিলি পাশ করতে পারব এটা আমার বিশ্বাস হতো না।
আমার বেসিক জঘন্য বাজে ছিলো!
৩। সপ্তাহে ১ দিন, কখনো ১৫ দিন, কখনো ১ মাস পর ফেসবুকে লগ ইন করতাম।
মাঝে মধ্যে গুগল, উইকিপিডিয়াতে পড়াশোনা করতাম। অবশ্য এখন ফেইসবুকে প্রচুর স্টাডি ম্যাটারিয়াল পাওয়া যায়। ২০১৫/১৬ দিকে এসব কম ছিলো।
এই মুহূর্তে আপনাকে দিনে এভারেজ ১ ঘন্টার বেশি ফেসবুকে থাকা হারাম।
বিকল্প হিসেবে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন।
৪। রুটিন করে পড়তে হবে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আগামীকাল কি পড়বেন তার প্লান করতে হবে।
৫। গুরুত্বপূর্ণ কিছু তথ্য নোট করতে হবে।
যেমন ইংরেজি ও বাংলা সাহিত্য, বিজ্ঞান, অপরিবর্তনশীল সাধারণ জ্ঞান।
গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যা পড়বেন সপ্তাহে ১ দিন অথবা ১৫ দিনে একদিন রিভিশন মাস্ট দিতে হবে।
৬। সকল সাব্জক্টে সমান গুরুত্ব দিতে হবে। প্রিলি পাশের মূলমন্ত্র হচ্ছে সব সাব্জক্টে এভারেজ নাম্বার তোলা। ১/২ সাব্জক্টে স্পেশালিষ্ট হয়ে প্রিলি কিংবা লিখিত পাশ করা অসম্ভব।
ধন্যবাদ সবাইকে। পরামর্শটি ভালো না লাগলে এড়িয়ে যাওয়ার অনুরোধ রইলো।
একান্তই নিজস্ব মতামত।
বিসিএস এডুকেশন
বিদ্যাচাষী ক্যারিয়ার
Shakil Al-Amin
পরিকল্পনা করে টানা ৭/৮ মাস পড়লে প্রিলি পড়ার আর কিছু থাকেনা। আমি বিসিএসের জন্য মাস্টার্স শেষ করে পড়ালেখা শুরু করি।
শূন্য থেকে দৈনিক ১০/১২ ঘন্টা পড়তাম। মাত্র ৭ মাস পড়েছিলাম।
আলহামদুলিল্লাহ টানা ৪ প্রিলি পাশ করলাম। ৩ টা লিখিত। ২ টা ভাইভা।
প্রথম ভাইভাতেই জব।
আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন?
বিদ্রঃ ছবিটি ২০১৫ সালের ৩৫ প্রিলির আগে আগে!