ব্রেকিং নিউজ
বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মাসের প্রস্তুতি, কৌশলে হোক বাজিমাত।

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মাসের প্রস্তুতি, কৌশলে হোক বাজিমাত।


৪৬ তম বিসিএস প্রিলিমিনারি: শেষ মাসের প্রস্তুতি, কৌশলে হোক বাজিমাত।

[বোরহান উদ্দীন, বিসিএস অডিট এন্ড একাউন্টস্ (সুপারিশপ্রাপ্ত), ৪৩ তম বিসিএস। ]


৪৬ তম বিসিএস প্রিলি পরীক্ষা আসন্ন। নি:সন্দেহে পরিশ্রমী, স্বপ্নবাজ তারুণ্য  কঠোর অধ্যবসায়ে নিজেদের প্রস্তুতি শাণিত করছেন। 

যদিও ক্যাডার হওয়ার প্রতিযোগিতায় প্রিলিমিনারি স্টেপ কোনো ভ্যালু এড করেনা, তথাপি এটাকেই বিসিএস এর সবচেয়ে কঠিন ধাপ মনে করা হয়।

বিসিএস  যাত্রা পুরোটা পরিশ্রমের সাথে কৌশলের সংমিশ্রণ। "Imagination is more important than knowledge"-। আমি বলব আপনি বার বার পরিকল্পনা করুন, কাজ করুন, নির্দিষ্ট সময় পর পর  পরিকল্পনার সাথে আপনার অগ্রযাত্রাকে মূল্যয়ন করুন। আপনার অগ্রগতি হলে নিজেকে রিওয়ার্ড দিন, অন্যথায় ব্যর্থতার কারণ আইডেন্টিফাই করুন এন্ড রিস্টার্ট  রিস্টার্ট ওয়িথ ফারদার এন্থুসিয়াজম।

প্রস্তুতির ধাপে ধাপে কৌশলে বৈচিত্র্য আসবে।জনে জনে চিন্তার ভিন্নতা থাকবে। ৪৬ তম  প্রিলি পরীক্ষার্থীদের শেষ মাসের খেলাটা অনেক সমীকরণ বদলে দিবে। অনেকে সারা বছর পারফর্মার, কিন্তু শেষ মাসে ছন্দ হারাবে। অন্যদিকে, শেষ মাসের বিচক্ষণ কৌশলে অনেকে বাজিমাত করবে। 

আমার ৪১ থেকে ৪৫ পর্যন্ত  চারটি প্রিলি পাশের অভিজ্ঞতা থেকে শেষ সময়ের প্রস্তুতির কিছু বুলেট পয়েন্ট শেয়ার করছি। 

**কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন:
• নতুন কোনো বই না, পঠিত বই বারংবার পড়ব। 
• বাংলা, ইংরেজি, ম্যাথ এই তিন ১০০ থেকে ৭০ শতাংশের অধিক নাম্বার তুলব।
• সাম্প্রতিক আর সাধারণ জ্ঞান নিয়ে অতি উত্তেজনা পরিহার করব।
• ভূগোল ও নৈতিকতা, অল্প পড়ায় অধিক মুনাফা 
• প্রতিদিন ২০ মিনিট ইংরেজি সাহিত্য অনুশীলন। 
**সময় বিভাজন : রিভিশন এন্ড  এগেইন রিভিশন।

“Never leave till tomorrow that which you can do today” – Benjamin Franklin

মূল খেলাটা এখানেই। যারা যত বেশি রিভিশন দিবে প্রতিযোগিতার দৌড়ে তারা এগিয়ে থাকবে। আমি শেষ ৩০ দিনে রেগুলার ইংরেজি ও ম্যাথের জন্য ঘন্টা খানেক করে ( ব্যক্তিভেদে প্রয়োজনীয় সময়) রেখে বাকি বিষয়গুলো ২৫ দিনে দুইবার রিভিশন করেছি। শেষ ৫ দিনে ভিন্ন পরিকল্পনা সেট করেছি। 

প্রথম ২৫ দিনে (১৫+১০) দুইবার ডিভিশনের পরিকল্পনা:
বাংলা- ৩ দিন(১ম রিভিশন), ২ দিন (২য় রিভিশন)।
বিজ্ঞান- ৩ দিন, ২ দিন।
আইসিটি- ২ দিন, ১ দিন।
ভূগোল, নৈতিকতা- ১ দিন, ১ দিন।
বাংলাদেশ বিষয়াবলি- ৪ দিন, ২ দিন।
আন্তর্জাতিক- ২ দিন, ২ দিন।

এই ২৫ দিনে ম্যাথ, ইংরেজির সকল সমস্যা সমাধান করতে হবে। পরীক্ষা পিছিয়ে গেলে রিভিশনের সংখ্যা বাড়বে। কারণ প্রথম দেখায় ভালোলাগা, পরের দেখায় প্রেম, এরপর আরো গভীর বন্ধন। এখানেও একবারে দীর্ঘক্ষণ দেখার চেয়ে যতবেশি বারবার দেখা হবে ততবেশি পরিচিত মনে হবে। দিনের সংখ্যা  বিষয়ভিত্তিক প্রয়োজন ভেদে কমবেশি করতে পারেন।
শেষ পেরেক : লাস্ট ৫ ডেইস (All's well that enda well)

• ব্যাখ্যাসহ বিসিএস প্রিভিয়াস কুয়েশ্চনস্ প্র‍্যাক্টিস করুন। 
• বেশি বেশি বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিয়ে সমস্যা বের করুন এবং সমাধান করুন। 
• অবশ্যই আসবে এমন সিলেক্টেড টপিকগুলো আবার দেখুন। 
• বিজ্ঞান ও ও দুই সাহিত্যে (বাংলা, ইংরেজি) অত্যধিক এমসিকিউ অনুশীলন। 
পরিশ্রমের সাথে সাথে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করুন। 
"নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। "সুরা বাকারা, আয়াত ১৫৩

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম