ব্রেকিং নিউজ
বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫ বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সর্বশেষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাংক চাকরির প্রস্তুতির টিপস ও কৌশল ভাইভা পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫: সর্বশেষ আপডেট প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার বিসিএস পরীক্ষার জন্য গণিতের শর্টকাট চাকরির ইন্টারভিউর জন্য টিপস সাধারণ জ্ঞান কুইজ ২০২৫

চাকরির প্রস্তুতির জন্য শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার গাইডলাইন

চাকুরির প্রস্তুতি শুরুর পূর্বেই ভাবুন


৪৬ তম প্রিলির প্রস্তুতি মন্দ হলে সামনের দিনগুলিতে আমি যা করতাম:

১। অর্থহীন কাজে সময় নষ্ট করা বন্ধ করে দিতাম।
২। ফেইসবুক ডিএক্টিভেট করে রাখতাম পরীক্ষা শেষ না-হওয়া পর্যন্ত। 
৩। অধিকাংশ সময় ফোন বন্ধ করে রাখতাম এবং খুব বেশি প্রয়োজনীয় কল ছাড়া কারও কল ধরতাম না। 
৪। জন সংশ্রব এড়িয়ে একা থাকার অভ্যাস করতাম। 
৫। অন্তত ১০টি বিগত প্রিলিমিনারির সকল প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ে ফেলতাম।
৬। প্রস্তুতি যেমনই হোক ঘরে বসে ওএমআর শিট প্রিন্ট করে ঘড়ি ধরে মডেল টেস্ট দিতাম। টেস্ট দেয়ার পর ভুল উত্তরগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ফেলতাম এবং ভুলের কারণ অনুসন্ধান করে একই ভুল যেন পুনরায় না হয় সে চেষ্টা অব্যাহত রাখতাম। 
৭। বাংলাদেশ বিষয়াবলির জন্য মুক্তিযুদ্ধ, সংবিধান, দেশের বর্তমান অর্থনীতি, জলবায়ু সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশের ঐতিহ্য, সরকার ব্যবস্থা, যোগাযোগ, উন্নয়নমূলক প্রকল্প, বিদ্যুৎ-খনিজ ও জ্বালানী সংক্রান্ত বিষয়াদি, বিশিষ্ট স্থাপনা বা দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ দিবসসমূহ ইত্যাদি বিষয় জোর দিয়ে পড়ে ফেলতাম।
৮। আন্তর্জাতিক বিষয়াবলির জন্য বৈশ্বিক বর্তমান অর্থনীতি, সাপ্লাই চেইন ডিসরাপশন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, আন্তর্জাতিক চুক্তি ও সম্মেলন, জাতিসংঘ ও তার অন্তর্ভুক্ত বিশেষায়িত সংস্থাগুলো, বৈশ্বিক সামরিক ও বাণিজ্যিক জোট, প্রণালি, নদ-নদী, অন্যান্য বৃহৎ জলাভূমি ও পাহাড়-পর্বত, প্রতিবেশী দেশ তথা এশিয়ার সমস্যাগুলি ইত্যাদি মনোযোগ নিয়ে যতটুকু সম্ভব আত্মস্থ করে নিতাম। 
৯। ইংরেজি সাহিত্যের জন্য বিগত প্রশ্নগুলো ভালো করে দেখতাম, সেই সাথে শেক্সপীয়ার, ভিক্টোরিয়ান যুগ, রোমান্টিক যুগ, আধুনিক ও উত্তরাধুনিক যুগের সাহিত্যকর্মগুলোর নাম ও লেখকের নাম পড়ে নিতাম। 
১০। ইংরেজি গ্রামার অংশের জন্য শুধু বিগত বছরের প্রশ্নগুলি বুঝে বুঝে পড়ে নিতাম। 
১১। বাংলা সাহিত্যের জন্য বিগত বছরের প্রশ্নগুলির বাইরে একটি ডাইজেস্ট থেকে সংক্ষেপে পিএসসি নির্ধারিত ১১ জন প্রথিতযশা সাহিত্যিক সম্পর্কে পড়ে নিতাম। সেই সাথে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও আমাদের জাতীয় ঐতিহ্যের সাথে প্রাসঙ্গিক বিখ্যাত সাহিত্যকর্মগুলি এবং তাদের রচয়িতাদের নাম জেনে নিতাম। 
১২। গণিত ও বাংলা ব্যাকরণের জন্য বিগত বছরের ওপরই সম্পূর্ণ নির্ভর করতাম। তবে অংক করার সময় নিয়মগুলো বুঝে নিতে দ্রুত সমাধান করার কৌশল  কিছুটা হলেও রপ্ত করতাম।  
১৩। বিজ্ঞান ও কম্পিউটার অংশের জন্য একটি ডাইজেস্ট থেকে পড়ে নিতাম সেই সাথে বিগত বছরের ব্যাখাসহ উত্তর তো আছেই।
১৪। ভুগোল ও পরিবেশ অংশটা বাংলাদেশ আর আন্তর্জাতিক অংশের সাথে মিলিয়ে পড়ে নিতাম।
১৫। নৈতিকতা ও সুশাসনের জন্য আলাদা করে কোনো সময় দিতাম না।
১৬। যেহেতু সময় বেশি নেই, তাই প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করতাম। পড়া যেন ভুলে না যাই এবং মাথায় ধরে রাখতে পারি সেজন্য কিছুসময় পড়ার পর পর একটু হাঁটাহাঁটি করে পড়া মনে করার চেষ্টা করতাম। ঘুমানোর আগের সময়টা যা পড়েছি তা ভেবেই ঘুমানোর চেষ্টা করতাম।
প্রিলি প্রস্তুতির পড়াশোনার পরিধি ব্যাপক হলেও এখানে সারাজীবনের অর্জিত জ্ঞান ও ধারণা থেকে সঠিক উত্তর করার সুযোগ আছে। তবে অধিকাংশ প্রশ্ন কেতাবিবিদ্যা থেকেই হবে যা না পড়া থাকলে পারা সম্ভব হবে না। এই জন্যে সামনের দিনগুলিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বার বার পড়ে নেয়ার কোনো বিকল্প নেই। সেই সাথে সময় নষ্ট করা যেমন বাদ দিতে হবে তেমনি অবাঞ্চিত বিষয়ে মাথা ঘামানো থেকে বিরত থেকে কেবল পড়াশুনা সংক্রান্ত বিষয় নিয়ে পড়ে থাকলেই ভালো হবে।


✍️✍️ সাব্বির আহমেদ জিসান
Sabbir Ahmed Jesan
#jesanwritesforyou
#BCSCustoms
#BCSAdmin

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম